আলোচিত সাইফার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন মামলার বিচার নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার তাদের জামিন দেয় সুপ্রিমকোর্ট।
জামিন পেলেও ইমরান খানের মুক্তির সম্ভাবনা খুবই কম। কারণ আগে থেকেই কয়েকটি মামলায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে প্রশাসন। ইমরান খানের সাথে একই মামলায় জামিন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশীও।
এই দুই শীর্ষ নেতাকে ১০ লাখ রুপি জামানত জমা দেওয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার তেহরিকে ইনসাফের পিটিশনের শুনানির পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরদার তারিক মাসুদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ যুগান্তকারী বায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আতহার মিনাল্লাহ এবং মনসুর আলী শাহ।
বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির আডিয়ালা কারাগারে বন্দি আছেন। গত আগস্ট মাস থেকে কারাগারে আছেন তিনি।