বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান চরমোনাই পীরের

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা কর্মীসহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ও চরমোনাই পীর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

আজ বুধবার (২২ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেন, দেশের দরিদ্র জনগণ ও ফুটপাতের মানুষসহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ শীতে দিশেহারা। বিশেষ করে গরীব ও অসহায় মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তীব্র ঠান্ডা বাতাস, অসহ্য শীত ও কুয়াশার চাদরে ঢাকা সারাদেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে এবং নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড শীত নিবারণের ব্যবস্থা না থাকায় অনেকে শীতজনিত রোগে ভুগছেন। ফলে শীতার্ত দরিদ্র মানুষ এক যন্ত্রণাময় জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করে আসছে, ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ।

তিনি বলেন, এহেন পরিস্থিতিতে সকল বিত্তবান মানুষ ও সরকারি ও বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, সেবামূলক প্রতিষ্ঠানসহ দলমত নির্বিশেষে সকলের প্রতি শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। শৈত্য প্রবাহসহ প্রাকৃতিক দুর্যোগ যেমন মানুষের জন্যে মহান আল্লাহর তরফ হতে পরীক্ষা, তেমনি শীতার্তদের প্রতি সাহায্যের ক্ষেত্রে বিত্তবানদের জন্যেও এক মহাপরীক্ষা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img