অবশেষে গাজ্জা উপত্যকায় ৪ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে রাজি হয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আগামী ২৪ ঘন্টার মধ্যেই ঘোষণা করা হবে যুদ্ধবিরতির দিনসমূহ। এ চুক্তির মধ্যস্থতায় ছিল আমেরিকা, মিশর ও কাতার।
আজ বুধবার (২২ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স একাউন্ট থেকে এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গাজ্জা উপত্যকায় একটি মানবিক বিরতির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী উভয়পক্ষ চার দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, “চুক্তি অনুযায়ী হামাসের কাছে থাকা বন্দীদের মধ্য ৫০ জনকে মুক্তি দেওয়া হবে। অন্যদিকে ইসরাইলি কারাগারে আটক বেশ কিছু ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে তেল আবিব।”
এদিকে এক বিবৃতিতে হামাস জানায়, ইসরাইলি কারাগারে বন্দি ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে।
চুক্তিতে আরও বলা হয়, যুদ্ধ বিরতিকালীন সময়ে বিপুল পরিমাণে মানবিক সাহায্য প্রবেশ করবে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায়।
সূত্র: আল জাজিরা ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়