ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবী জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান।
মঙ্গলবার (২১ নভেম্বর) অনলাইনে অনুষ্ঠিত পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকস সম্মেলনে এ দাবি জানান সৌদি প্রধানমন্ত্রী।
ক্রাউন প্রিন্স বলেন, “গাজ্জা উপত্যকায় মানবিক বিপর্যয় গভীর থেকে আরও গভীরতর হচ্ছে, তাই এ বিষয়ে চূড়ান্ত সমাধান বাস্তবায়ন করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে অবরুদ্ধ ছিটমহলে সামরিক অভিযান বন্ধ করতে হবে ও সেখানের বেসামরিক নাগরিকদের ত্রাণ প্রদানের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনিদের অধিকারের জন্য দৃঢ় ও অবিচল অবস্থানে রয়েছে সৌদি আরব। দ্বি-রাষ্ট্রীয় সমাধান সংক্রান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা ছাড়া ফিলিস্তিনের নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন করা অসম্ভব।”
সূত্র: মিডল ইস্ট মনিটর