বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

তারেক রহমানকে দেশে এনে কারাগারে নিক্ষেপ করা হোক: বাহাউদ্দিন নাছিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে কারাগারে নিক্ষেপ করা হোক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, দেশের বাইরে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে, মানুষের জীবন বিষিয়ে তুলছে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে নিক্ষেপ করা হোক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হোক।

সোমবার (২২ নভেম্বর) বিকালে রামপুরায় ওয়াপদা পাওয়ার হাউজ মাঠে ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানার অন্তর্গত ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬টি ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সিঙ্গাপুরে টাকা পাচারের দায়ে তারেক রহমান সাত বছরের সাজাপ্রাপ্ত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এই দুর্নীতির রাজপুত্র তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানাই।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে উগ্র-সাম্প্রদায়িক শক্তির দেশ বানাতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, সুদানের মতো বানাতে চায়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা কখনো তা হতে দেবো না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img