শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জন।

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় মৃত দুজনই নারী। তাদের মধ্যে একজন ঢাকার ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এই সময়ে কোনো পুরুষ রোগীর মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মোট মৃতদের মধ্যে ১৭ হাজার ৮৯৩ জন পুরুষ, আর নারী রয়েছেন ১০ হাজার ৬২ জন।

জানা যায়, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। করোনা শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img