সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন, ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশে আসা নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান ও খালেদা জিয়ার মুক্তি চেয়ে পুরো প্রেসক্লাব ও আশেপাশের এলাকা প্রকম্পিত করে ফেলেছে।

সমাবেশস্থলে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপি নেতা ইশরাক হোসেন, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, দক্ষিণ বিএনপির সদস্য, সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষক দলের আহ্বায়ক হাসান জাফির তুহিন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img