শনিবার | ৫ জুলাই | ২০২৫

ইসলামের টানে বলিউড ছাড়ার পর এবার মাওলানাকে বিয়ে করলেন সানা খান

spot_imgspot_img

ইসলামের টানে গত অক্টোবরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান।

বলিউড ছাড়ার পর এবার তিনি বিয়ে করলেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে।

শুক্রবার সানার বিয়ে হয়েছে। মুফতি আনাস গুজরাটের একজন ব্যবসায়ী।

বিয়ের সময় সানা খানের পোশাকেও ছিল ইসলামী সংস্কৃতির ছাপ। ব্যয়বহুল খরচের বাইরে সাদাসিধেভাবেই বিয়ে করেছেন তিনি। আর তার বর মুফতি আনাস পরেছিলেন সাদা কুর্তা-পাজামা-টুপি।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানাগেছে, সানা খান ও মুফতি আনাসের বিয়ে পড়িয়েছেন তাবলীগ জামায়াতের মুরব্বী মাওলানা আহমদ লাট। এসময় উপস্থিত ছিলেন প্রখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী।

গত ৮ অক্টোবর রাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে অভিনয় জগত ছাড়ার সিদ্ধান্তের কথা জানান সানা খান।

সানা খান তার পোস্টে লিখেছিলেন, ‘আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে মানবতার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি, যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন। আমার সমস্ত ভাইবোনদের অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ।’

সর্বশেষ

spot_img
spot_img
spot_img