ইনসাফ | নাহিয়ান হাসান
মরক্কোয় নিযুক্ত ফ্রেঞ্চ রাষ্ট্রদূত ডোনাস ফ্রাঙ্কোইস ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তার আত্মহত্যার এই খবর প্রকাশিত হয়।
ফ্রেঞ্চ রাষ্ট্রদূত ডোনাস ফ্রাঙ্কোইসের আত্মহত্যার ব্যাপারে মরক্কো পুলিশ জানায়, তারা মরক্কোর উত্তরাঞ্চলীয় টাঙ্গিয়ার শহরে অবস্থিত ফ্রেঞ্চ দূতাবাসে নিজের শয়নকক্ষ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ফ্রাঙ্কোইসের মরদেহ উদ্ধার করে।
তবে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে মরক্কোয় অবস্থিত ফ্রেঞ্চ দূতাবাসের প্রধান নিরাপত্তা রক্ষীর বরাত দিয়ে বলা হয়, ডোনাস ফ্রাঙ্কোইস পারিবারিক বিভিন্ন ঝামেলায় বহুদিন যাবত বিষন্নতায় ভুগছিলেন। সম্ভবত একারণেই তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
আত্মহত্যার মূল কারণ খতিয়ে দেখতে তদন্ত জারি রাখা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে মরক্কোর পুলিশ।
উল্লেখ্য, ইসলাম বিদ্বেষের জন্য সুখ্যাত ফ্রান্সে সাম্প্রতিক সময়ে নবী মুহাম্মাদ (সা:) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র বানানো হয়, যার কারণে খোদ ফ্রান্স সহ বিশ্বজুড়ে মুসলিমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং বিক্ষোভ-সমাবেশের মধ্যদিয়ে নবী (সা:) কে অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফ্রান্সকে আহবান জানানো হয়। কিন্তু ফ্রেঞ্চ সরকার অবমাননাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের সমর্থন করে ইসলামের প্রতি তাদের শত্রুতা স্পষ্ট করে দেয়।
সূত্র: ডেইলি জাঙ্গ।