মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

গাজ্জায় গণহত্যা চালাতে উৎসাহ প্রদান করছে আরব বিশ্ব: হামাস

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান গণহত্যা নিয়ে আরব দেশগুলোর নীরবতা ও আন্তর্জাতিক বিশ্বের কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সমালোচনা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আরো বেশি অপরাধ সংঘটিত করতে এবং উত্তর গাজ্জা থেকে বাসিন্দাদের বিতাড়িত করতে ইসরাইলকে উৎসাহ প্রদান করছে আরব দেশগুলো।

গতকাল সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে এসব বিষয় জানিয়েছে হামাস

বিবৃতিতে আরো বলা হয়েছে, সময়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ইহুদিবাদী শত্রুরা। গাজ্জার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঠিক ঘড়ির কাটার‌ মতো অনবরত অপরাধ ও নৃশংসতা চালাচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে বেইত লাহিয়া এলাকায় ইসরাইলি বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি‌ শহীদ হয়েছেন।

বিবৃতিতে, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার জন্য ইসরাইলের উপর আরো বেশি চাপ প্রয়োগ করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার বেইত লাহিয়া এলাকায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে পুরো এলাকাটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই সঙ্গে শহীদ হয়েছেন ৮৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরো ৪০ জন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img