হামাস-ইসরাইল গত কয়েকদিনের চলমান যুদ্ধে গাজ্জা উপত্যকায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। এমতাবস্থায় সেখানে যেন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে তুরস্ক কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
এছাড়াও সেখানে আহত ফিলিস্তিনিদের তুরস্কে নিয়ে এসে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যায় কিনা সে বিষয়েও চিন্তা করছে দেশটি।
শনিবার (২১ অক্টোবর) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহের সাথে একটি ফোনালাপে এ কথা জানান এরদোগান। এসময় গাজ্জা সংকটের সর্বশেষ অবস্থা নিয়েও আলোচনা করেন এই দুই নেতা।
ফোনালাপে হানিয়াকে এরদোগান বলেন, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিকভাবে লড়াই চালিয়ে যাবে তার দেশ। যার উদ্দেশ্য হবে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এছাড়াও খুব দ্রুতই যেন যুদ্ধ বিরতি হয় তার জন্য কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক।
গত শনিবার, এই উদ্দেশ্যেকে সামনে রেখে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি, উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজির সাথে ফোনালাপ করেছেন এরদোগান।
এছাড়াও গাজ্জা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ‘শান্তি সম্মেলনে’ যোগ দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
উল্লেখ্য; গত ৭ অক্টোবর বর্বর ইসরাইলিদের ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে অপারেশন আল আকসা ফ্লাড নামে একটি অভিযান শুরু করে হামাস। যেখানে অবৈধ দেশটির বিরুদ্ধে গিয়ে এক আকস্মিক হামলা পরিচালনা করে হামাস।
এরপর হামাসের বিরুদ্ধে অপারেশন সোর্ডস অব আইরন শুরু করে দখলদার ইসরাইল। যার মাধ্যমে গাজ্জা উপত্যকার প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনিকে হত্যা করে বর্বর ইসরাইল বাহিনী। পরিসংখ্যানে জানা যায় নিহতের ৭০ শতাংশই নারী ও শিশু। শুধু তাই নয় ধ্বংস করা হয়েছে সেখানকার চল্লিশ শতাংশ বসতবাড়ি। বাস্তচ্যুত হয়েছে ১ মিলিয়নেরও বেশি মানুষ।
শুধু তাই নয়, খাবার পানি, বিদ্যুৎ ও জ্বালানি বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে সেখানকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
যুদ্ধের ১৩ তম দিনে গাজা উপত্যকায় মানবিক সহায়তার অংশ হিসেবে প্রথম বারের মত ২০টি ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। যদিও জাতিসংঘ ও তার অঙ্গ সংস্থাগুলো জানিয়েছে এটি “সাগরের মধ্যে এক ফোঁটা জলের মত।”
সূত্র: ডেইলি সাবাহ