টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। সন্ত্রাসী বাহিনীর নির্বিচার এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজ্জার স্কুল, হাসপাতাল, মসজিদ ও গির্জাও।
অবিরাম এই হামলায় গাজায় শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা আগেই ছাড়িয়েছে চার হাজার। আর এর মধ্যেই এবার অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরাইলী বাহিনী।
রোববার (২২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলী বাহিনী রোববার সন্ধ্যা থেকে গাজ্জায় হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন।