মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

এবার পশ্চিম তীরের মসজিদে হামলা চালিয়েছে ইসরাইল; শহীদ ১

টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। অবৈধ রাষ্ট্রটির হামলা থেকে বাদ যাচ্ছে না গাজ্জার স্কুল, হাসপাতাল, মসজিদ ও গির্জাও।

এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। প্রাথমিকভাবে সেখানে একজনের শহীদ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে একটি মসজিদের নিচে কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হামলায় মসজিদের বাইরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে আসছেন।

গাজ্জার যুদ্ধ শুরু হওয়ার পর সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে এটি ইসরাইলের দ্বিতীয় বিমান হামলা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img