দীর্ঘ ১৮ মাস পর মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
আজ শনিবার (২২ অক্টোবর) কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছে।
উল্লেখ্য; ২০২১ সালের ২০ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।