ইনসাফ | সোহেল আহম্মেদ
আর্মেনিয়ার – আজারবাইজান বিরোধের ব্যাপারে আজারবাইজানকে পরিপূর্ণ সমর্থন জানানোর কারণে তুরস্ক ও পাকিস্তানের প্রতি আজারবাইজানীয়দের ভালোবাসা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এরই ফলশ্রুতিতে দেশটিতে তুরস্ক ও পাকিস্তানের জাতীয় পতাকা কেনার ধুম
পড়ে গেছে।
সম্প্রতি বিভিন্ন বয়সের নাগরিকদের মধ্যে এই দুই দেশের পতাকা কেনার প্রতি প্রচুর আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। যে কারনে আজারবাইজানে তুরস্ক ও পাকিস্তানের জাতীয় পতাকার চাহিদা মেটাতে প্রতিদিনই প্রচুর পরিমাণ পতাকা উৎপাদন করা হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত আজারবাইজান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত আলী আলিজাদা তার টুইটারে এ বিষয়ে ছবিসহ একটি পোস্ট দেন যাতে
দেখা যাচ্ছে একদল মহিলা কর্মী পতাকা উৎপাদন করছেন।
উল্লেখ্য, গড ২৭ সেপ্টেম্বর দুটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পরেই আঙ্কারা এবং ইসলামাবাদের পক্ষ থেকে আজারবাইজানকে শক্ত সমর্থন জানানো হয়েছে।
সূত্র: ইয়েনি সাফাক