লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সামরিক কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এমন হত্যাকে ‘বোকামি’ বলে আখ্যা দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। সেই সঙ্গে এর পরিণতি ভালো হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা।
প্রসঙ্গত, গত শুক্রবার বেইরুতে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলার ফলে নিহত হন ইব্রাহিম আকিলসহ হিজবুল্লাহর আরেক সিনিয়র কমান্ডার আহমেদ ওয়াহাবি। একই হামলায় নিহত হয়েছে সংগঠনটির আরো ১৪ জন যোদ্ধা।
উল্লেখ্য, এই বিমান হামলার পরপরই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট।
সূত্র: মিডল ইস্ট মনিটর