আমেরিকার ফাইজার – বায়োএনটেক এবং ব্রিটেনের অক্সফোর্ড ভ্যাকসিন করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরের উল্লেখযোগ্য প্রমাণ মিলেছে।
এর মধ্যে ফাইজারের দুই ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে ৮৮ শতাংশ ও অক্সফোর্ডের ৬৭ শতাংশ কাজ করতে সক্ষম।
বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের প্রকাশিত গবেষণায় এমন তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। কারণ এই শক্তিশালী ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে বিশাল জনগোষ্ঠী সংক্রমিত হওয়ার প্রবল আশঙ্কা থাকে। এই ডেল্টার বিরুদ্ধে কোভিড প্রতিরোধী ভ্যাকিসন কতটুকু কার্যকর এ নিয়ে চলছে বিস্তর গবেষণা। এবার বিশেষজ্ঞদের গবেষণায় আশার খবর পাওয়া গেল।
নতুন গবেষণায় বেরিয়ে এসেছে, মার্কিন ওষুধ প্রতিষ্ঠান ফাইজারের দুই ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে ৮৮ শতাংশ কাজ করছে। মারাত্মক আলফার ধরণের বিরুদ্ধেও ৯৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কার্যকরী।
যুক্তরাজ্যের সরকারি সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)-এর গবেষকরা বলছেন, ডেল্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অক্সফোর্ডের দুই ডোজ বেশ কার্যকর। আলফার ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ৭৪ দশমিক ৫ শতাংশ কার্যকরের প্রমাণ পাওয়া গেছে। গড়ে ৬৬ শতাংশ সুরক্ষা দেবে এই টিকা। তবে এই দুই কোম্পানির টিকার এক ডোজে গড়ে ৩০ শতাংশ কার্যকর।