বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

ফের ভূমিকম্পের আঘাত: ১২ ঘণ্টার ব্যবধানে ২ বার কাঁপল দেশ, জনমনে আতঙ্ক

সিলেট-চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টার ব্যবধানে ২টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন।

তিনি জানান, প্রথমটি রোববার বিকেল ৪ টা ৪৫ মিনিটে অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস থেকে যার কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ২.৭৯ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে যার মাত্রা ধরা পড়েছে ৫.১। গভীরতা ছিল ৩৯ কিলোমিটার।

দ্বিতীয়টি সোমবার ভোর ৪ টা ৪০ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ঢাকার আবহাওয়া অফিস থেকে ৩০১.১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। এর গভীরতা ১০ কিলোমিটার ছিল।

এরআগে গত ২৫ মে ঢাকা থেকে মাত্র ৩৬৬ কিলোমিটার দূরত্বে ভারত সীমান্তে ৫.১ মাত্রার আরো একটি ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে খুব অল্প সময়ের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পে সহিংসভাবে পুরো বেল্ট কাঁপছে বলে জানিয়েছেন গবেষকরা। এর ফলে ভবিষ্যতে আরো বড় ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সতর্ক করেছেন তারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img