বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলে দেবে পাকিস্তান

বাণিজ্যের সুবিধার্থে আফগানিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত খুলে দেবে বলে জানিয়েছে পাকিস্তান।

সোমবার (২২ জুন) থেকে উত্তর ওয়াজিরিস্তান জেলার ঘুলাম খান সীমান্ত দিয়ে ফল, সবজি ও অন্যান্য পণ্য ট্রাকে করে পরিবহন শুরু হবে।

রোববার পাকিস্তানে আরো ১১৯ কোভিড-১৯ রোগী মরা যায় এবং নতুন শনাক্ত হয় ৪,৯৫১ জন। এতে দেশটিতে করোনা রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬,৬১৭ জনে। এদের মধ্যে মারা গেছে ৩,৫০১ জন।

গত মার্চ থেকে পাকিস্তানের ২২ কোটি মানুষ লকডাউনে ছিলো। কিন্তু গত মাসে সরকার লকডাউন শিথিল করে। সংক্রমণ বাড়ার পরও দেশের অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিল করা হয় বলে সরকার জানায়।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img