শনিবার, মে ৪, ২০২৪

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইরাক ও সিরিয়ায় দুটি পৃথক রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী।

সোমবার (২২ এপ্রিল) ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পশ্চিম ইরাকের প্রদেশ আনবারের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর অন্তত একটি ড্রোন হামলা চালানো হয়েছিল।

মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে, এর আগে রবিবার উত্তর ইরাক থেকে উত্তর-পূর্ব সিরিয়ার রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়।

তবে এসব ড্রোন হামলায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

অক্টোবরের মাঝামাঝি সময় থেকে মার্কিন বাহিনীর ওপর প্রায় প্রতিদিনই রকেট এবং ড্রোন হামলা হওয়া শুরু হয়েছিল। এসব হামলা পরিচালনা করতো ইরান-সমর্থিত শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইরাকে গোষ্ঠীটি ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img