শনিবার, মে ৪, ২০২৪

সৌদি আরবে বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত

সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে, এমনকি গাড়িও ভেসে গেছে।

রোববার (২১ এপ্রিল) ঝড়বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলেছে, রিয়াদ অঞ্চলে সোমবার পর্যন্ত প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এইসময়ে মাঝারি থেকে ভারী বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে।

প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুরমা, আল কুবাইয়াহ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসির, নাজরানসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ রাখা হয়।

কিং খালিদ ইউনিভার্সিটি, নাজরান ইউনিভার্সিটিসহ সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্রেও ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলের কিছু অংশ এবং উত্তর সীমান্তের পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img