বুধবার | ৯ জুলাই | ২০২৫

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা

spot_imgspot_img

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওমান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই তিন দেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবে না। আগামী শনিবার (২৪ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বুধবার (২১ এপ্রিল) দেশটির সুপ্রিম কাউন্সিল এমন সিদ্ধান্ত নিয়েছে।

ওমানে ভ্রমণ করতে যেসব দেশের নাগরিকদের ওপর আগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই তালিকায় নতুন করে এই তিন দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকছেন না।

সাইয়্যেদ হামুদ ফয়সাল আল-বুসাইদির সভাপতিত্বে ওমানের সুপ্রিম কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে করোনা নিয়ন্ত্রণে আরও কিছু বিধিনিষেধ যোগ করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img