বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

ভারতে ‘ভগবানকে সন্তুষ্ট’ করতে এক শিশুকে খুন

ভারতের এক মহিলার বিরুদ্ধে সন্তানধারণের জন্য প্রতিবেশীর ৩ বছরের সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, তান্ত্রিকের পরামর্শে খুন করে শিশুটির দেহ প্লাস্টিক ব্যাগে ভরে তিনি ফেলে রেখেছিলেন একটি বহুতল ভবনের ছাদে।

রবিবার (২১ মার্চ) উত্তর-পশ্চিম দিল্লির রোহিণী এলাকায় ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকারী অভিযুক্ত বলেন, সন্তান ধারণ করতে না পারায় কটূ কথা শুনতে হয় আমাকে। শ্বশুরবাড়ি এবং আত্মীয়রাও প্রবল চাপ দেয়। সে জন্যই এক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। ওই তান্ত্রিক ‘ভগবানকে সন্তুষ্ট করতে শিশুর বলিদানের কথা’ পরামর্শ দিয়েছিল।

২৫ বছর বয়সী অভিযুক্ত ওই মহিলার নাম নীলম গুপ্ত । ২০১৩ সালে বিয়ে হয় তার। বিয়ের ৭ বছর পরেও সন্তান না হওয়ায় চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। তাই বছরখানেক আগে উত্তরপ্রদেশে হরদইয়ে এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। অভিযোগ, সেই তান্ত্রিকই এই কাজের পরামর্শ দেয় তাকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img