শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

সরকারের রাতের ভোটের পদ্ধতিতে বিএনপি আর নির্বাচনে অংশ নেবে না: বুলু

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, কে এম ওবায়দুর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তার মতো নেতার এখন বড়ই প্রয়োজন ছিল। বর্তমান সরকারের রাতের ভোটের পদ্ধতিতে বিএনপি আর নির্বাচনে অংশ নেবে না।

রবিবার (২১ মার্চ) বিএনপির সাবেক মহাসচিব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় এক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

সকালে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেলে ওবায়েদ ডেইরি ফার্ম মাঠে সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। অন্যদের মধ্যে সাবেক

এমপি খন্দকার নাসিরুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img