মঙ্গলবার, মে ১৪, ২০২৪

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে তুরস্ক সফরে যাচ্ছেন ওআইসির প্রধান

গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসাইন ইব্রাহিম তুরস্ক সফরে যাওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) তিনি তুরস্ক সফর করবেন। এ সফরে তিনি ৪২ হাজার ৩০০ জনেরও বেশি লোকের প্রাণ কেড়ে নেওয়া জোড়া ভূমিকম্পে সংহতি প্রদর্শন ও নিহত পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশের জন্য তিনি
ভূমিকম্প-বিধ্বস্ত প্রদেশ গাজিয়ানটেপ পরিদর্শন করবেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আশা করা হচ্ছে বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গেও দেখা করবেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img