ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব নতুন শিক্ষাক্রমের অত্মর্ভুক্ত ট্রান্ডসজেন্ডার বিষয় নিয়ে বক্তব্য দেয়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকুরীচ্যুতের ঘটনায় গভীর উদ্বেগ ও ড়্গােভ প্রকাশ করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ট্রান্সজেন্ডারের নামে সমকামীতাকে বৈধতা দেয়ার দূরভিসন্ধি সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেয়ায় আসিফ মাহতাবকে খন্ডকালীন লেকচারার পদ থেকে অপসারণের ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। সমকামী বা ট্রান্সজেন্ডার বাংলাদেশের সংবিধান পরিপন্থি। কাজেই আসিফ মাহতাব যে বক্তব্য দিয়েছেন এ বক্তব্যকে কেন্দ্র করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাকে চাকুরীচ্যুত করে বিরানব্বই ভাগ মানুষের বিরম্নদ্ধে অবস্থান নিয়েছে। সমকামীতাকে কোনভাবেই প্রমোট করার সুযোগ দেশের সংবিধানে নেই এবং ইসলামও দেয়নি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান থেকে সরে আসতে হবে। একজন মানুষকে পশু বানানোর দায়িত্ব ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে দেয়া হয়নি। ট্রান্সজেন্ডারের নামে সমকামীতাকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করার কোন সুযোগ নেই।
নেতৃদ্বয় বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এসময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। এটাই আসিফ মাহতাবের অপরাধ?
তারা অবিলম্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে পুনবর্হাল করার দাবি জানান।
নেতৃদ্বয় আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত মত ও পথের শিড়্গক থাকতে পারেন। সমকামী একটি অভিশপ্ত ও পশুত্বের চেয়ে নিকৃষ্ট কাজ। সমকামীকে প্রমোট করার অর্থই হলো অভিশপ্ত জাতিকে মেনে নেয়া। যা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।