বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জা গণহত্যায় ইসরাইলের পক্ষ হয়ে অংশ নিয়েছে ৪ হাজারের বেশি ফ্রান্সের নাগরিক

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গণহত্যায় অংশ নিয়েছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র খ্যাত ফ্রান্সের ৪ হাজারের অধিক নাগরিক।

বুধবার (২০ ডিসেম্বর) এসব নাগরিককে বিচারের আওতায় আনতে ফরাসি সরকারের প্রতি আহবান জানান ‘লা ফ্রান্স ইনসুমিসে পার্টি’ (এলএফআই) এর আইনপ্রণেতা থমাস পোর্টেস।

ফ্রান্সের বিচারমন্ত্রী এরিক ডুপন্ড মোরেত্তির কাছে এবিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি এক এক্স বার্তায় বলেন, গাজ্জায় ৪ হাজার ১৮৫ জন ফরাসি ইসরাইলী সেনাবাহিনীর হয়ে লড়াই করছে। যুদ্ধাপরাধ প্রমাণ সাপেক্ষে চিঠিতে তাদের বিচারের আওতায় আনার আহবান জানানো হয়েছে। এছাড়া যুদ্ধাপরাধ প্রমাণিত হলে তিনি নিজেই পাবলিক প্রসিকিউটর অফিস বা আদালতে তাদের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।

ফরাসি আইনপ্রণেতা পোর্টেস আরো বলেন, বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে গাজ্জা ও পশ্চিম তীরে ইসরাইল যে জঘন্য অপরাধ করছে, সেই অপরাধে ফরাসিদের অংশগ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, ফ্রান্সের শীর্ষ রেডিও চ্যানেল ‘ইউরোপ-১’ সম্প্রতি ৪হাজার ১৮৫জন ফরাসি নাগরিকের ইসরাইলের হয়ে গাজ্জায় যুদ্ধে জড়ানোর খবর প্রকাশ করে, যা পুরো ফ্রান্স জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বলা হয় আমেরিকার পর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক বিদেশী নাগরিক কিংবা সেনার ইসরাইলের হয়ে গাজ্জা গণহত্যায় অংশগ্রহণ।

এই খবর প্রচারের পর দেশটির বেশ কিছু সংগঠনও ফিলিস্তিনি হত্যার সাথে জড়িত ফরাসিদের বিচারের আওতায় আনার দাবী জানিয়ে বিক্ষোভ শুরু করে।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img