অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতির প্রতি যুক্তরাজ্যের পক্ষ থেকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতায় থাকা কন্সারভেটিভ পার্টির সিনিয়র সদস্যরা
কিট মালথাউস, জর্জ ইইউসটাইস ও ডেভিড জন্সসহ ১০ জন বিশিষ্ট রক্ষণশীল ব্রিটিশ সাংসদ দেশটির পররাষ্ট্র সচিব লর্ড ডেভিডের কাছে জমা করা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন। যেখানে বলা হয়েছে গাজ্জায় অবিলম্বে যুদ্ধ বিরতির জন্য এটি একটি ‘অকাট্য’ বিষয়
চিঠিতে বলা হয়েছে, গাজ্জায় হাজার হাজার নাগরিক আহত ও মৃত্যুবরণ করেছেন। সেই সঙ্গে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তচ্যুত করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, নিহত নারী ও শিশুদের যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তা গভীরভাবে মর্মান্তিক বিষয়।
পার্লামেন্ট সদস্য ফ্লিক ড্রামন্ড টাইমস রেডিওকে বলেন, “গাজ্জায় আমরা বিশাল পরিমাণে নিরীহ মানুষ দেখতে পাচ্ছি যার মধ্যে বেশিরভাগই শিশু। এসব শিশুরা অনাহারে রয়েছে। তাই তাদের দুর্ভোগ বেড়েই চলেছে।”
সূত্র: মিডল ইস্ট মনিটর