আমেরিকাকে যেকোনো বিষয়ে মোকাবেলা করতে চীন ভয় পায় না বলে হুশিয়ারি দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
তিনি বলেন, চীন আমেরিকাকে যেকোনো বিষয়ে মোকাবেলা করতে ভয় পায় না। তবে পারস্পরের উপকার হবে- এমন সহযোগিতাকে স্বাগত জানায়।
সোমবার (২০ ডিসেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে প্রতিযোগিতায় কোনো ক্ষতি নেই, তবে সেটি ইতিবাচক হওয়া উচিত। মার্কিন-চীন সম্পর্কের বর্তমান সমস্যাগুলো তাদের কৌশলগত ভুলের কারণে হয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান উত্তেজনার কারণ স্বাধীনতার জন্য আমেরিকার ওপর নির্ভর করা তাইওয়ান সরকারের প্রচেষ্টা। আমেরিকা এবং অন্যান্য দেশগুলো চীনকে নিয়ন্ত্রণ করতে তাইওয়ানকে ব্যবহার করতে চায়।
তিনি বলেন, এই বিকৃত কর্মগুলোই স্থিতাবস্থাকে পরিবর্তন করছে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ক্ষুণ্ন করছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐকমত্য এবং সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করছে। যারা তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা চায় তাদের অহংকারকে ধাক্কা দিতে চীন পাল্টা সব ব্যবস্থা নেবে।