সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

হিজাব পরিধান করা মুসলিম নারীদের ধর্মীয় ও নাগরিক অধিকার: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে মুসলিম নারীদেরকে তাদের ধর্মীয় পোশাক হিজাব পরাকে নিষিদ্ধ করে গ্রেগরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং দেশের সংবিধান লঙ্ঘন করেছেন। একটি মুসলিম দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের অন্যায় নিষেধাজ্ঞা জারি করা চরম ধৃষ্টতার শামিল। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে হিজাব নিষিদ্ধকরণ নোটিশ বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটির মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকসহ দেশের তাওহিদী জনতা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজে নারী শিক্ষকদের জন্য হিজাব নিষিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, হিজাব পরা প্রত্যেক মুসলিম নারীর ধর্মীয় ও নাগরিক অধিকার। ধর্মীয় পোশাককে অবজ্ঞা বা নিষিদ্ধ করার অধিকার কারো নেই। মুসলিম সংখ্যাঘরিষ্ট বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানকে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করেই চলতে হবে। অন্যথায় মুসলিম পরিবারের সন্তানগণ এ ধরনের ইসলামবিদ্বেষী স্কুল-কলেজে অধ্যয়ন ও অধ্যাপনা থেকে বিরত থাকতে বাধ্য হবে।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকেনি, ওই স্কুলও টিকতে পারবে না। অবিলম্বে গ্রেগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ প্লাসিড গোমেজের বিরুদ্ধে যথাযথ শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাই। এ ধরণের নিষেধাজ্ঞা দেশে নতুন সঙ্কট সৃষ্টি করবে। কাজেই এদেরকে এখনই থামিয়ে দেওয়া উচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img