ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রধান ইসমাইল হানিয়ার সাথে সাক্ষাত করতে কাতারে গেছেন রেডক্রসের প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক।
সোমবার (২০ নভেম্বর) রেডক্রসের আন্তর্জাতিক কমিটি আইসিআরসি এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান ইসমাইল হানিয়াহ ও কাতার কর্তৃপক্ষের সাথে আলাদাভাবে দেখা করেছেন। তার এ সফর আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান উন্নত করতে সব পক্ষের সাথে সরাসরি আলোচনা করার প্রচেষ্টার অংশ।
জেনেভা ভিত্তিক সংস্থাটি উল্লেখ করেছে, সাম্প্রতিক সপ্তাহে গাজ্জায় জিম্মিদের পরিবারের পাশাপাশি ইসরাইলি ও ফিলিস্তিনি নেতাদের সাথে স্পোলজারিক একাধিকবার দেখা করেছেন।
আইসিআরসি বলেছে, গাজায় এর কর্মীরা জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করছে এবং একটি সার্জিক্যাল দল অপারেশন চালিয়ে যাচ্ছে। সংস্থাটি কর্মকান্ড বাড়ানোর লক্ষে টেকসই, নিরাপদ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে।