বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

প্রথমবারের মতো মালয়েশিয়ায় ঝুলন্ত পার্লামেন্ট

গত শনিবার (১৯ নভেম্বর) দেশটির জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ভরাডুবি আর প্রধান বিরোধীদল আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট সবচেয়ে বেশি আসনে জিতলেও সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। ফলে মালয়েশিয়া ইতিহাসে প্রথমবারের মতো ঝুলন্ত ‍পার্লামেন্ট দেখছে।

ঝুলন্ত পার্লামেন্টের কারণে নতুন সরকার গঠন নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা অবসানে মালয়েশিয়ার রাজা মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের দল এবার মাত্র ৩০টি আসনে জয়লাভ করেছে। যা দলটির ইতিহাসে সব থেকে বিপর্যয়কর ফলাফল। স্বাধীনতার পর ছয় দশক ধরে মালয়েশিয়া শাসন করা বারিসানের এবার এমন ভরাডুবি মালয়েশিয়ার রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের বদলেরও ইঙ্গিত দিচ্ছে।

দুই দশকেরও বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বারিসান জোটের বর্ষীয়ান নেতা মাহাথির মুহাম্মদ ৫৩ বছর পর প্রথমবার নিজের পার্লামেন্টারি আসন খুইয়েছেন। ৯৭ বছর বয়সের এই নেতা এত কম ভোট পেয়েছেন যে, তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img