বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

ইসলামী নেজাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে:মাওলানা সোহাইব নোমানী

মাহবুবুল মান্নান


উপমহাদেশের প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ, দার্শনিক পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর সাহেবযাদা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা হাফেজ সোহাইব নোমানী বলেছেন, উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় বুযুর্গানেদ্বীন ও বিদগ্ধ ওলামা- মশায়েখের ইখলাস ও তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্রধারার ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। সূচনালগ্ন থেকে এ সংগঠন ইসলামী নেজামে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ জনমুখী বিভিন্ন ইস্যুতে ঈমানদীপ্ত ভূমিকা পালন করে চলেছে। নেজামে ইসলাম নেতা-কর্মীদের যে কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে সেই ঐতিহাসিক কর্মতৎপরতার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা কর্মপরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শনিবার (২১ নভেম্বর) বাদ যোহর অস্থায়ী কার্যালয়ে জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী।

জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, মাওলানা হোসাইন আহমদ, সহ -সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম, দফতর সম্পাদক মাওলানা হাফিজ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, কৃষি বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আব্দুল গফুর, নির্বাহী সদস্য মাওলানা কারী রুহুল কাদের, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা আহমদুর রহমান, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, শহর সভাপতি এহছানুল হক প্রমুখ।

সভায় ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ স. এর চরম অবমাননার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রস্তাব গৃহীত হয়। সেই সাথে কক্সবাজার শহর ও প্রতিটি উপজেলা কমিটি পূনর্গঠনের লক্ষ্যে কর্মসূচি হাতে নেয়া হয়।

শেষে নেজামে ইসলাম পার্টির মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাতসহ সাংগঠনিক অগ্রযাত্রার সফলতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, খতীবে আযম রহ. এর সাহেবযাদা মাওলানা হাফেজ সোহাইব নোমানী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img