ইরাক থেকে দখলদার মার্কিন সেনাদের প্রথম একটি দল প্রত্যাহার করা হয়েছে। ইরাকি জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি এ খবর দিয়েছেন।
তিনি বলেন, বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় এসব সেনা প্রত্যাহার করেছে আমেরিকা।
শুক্রবার (২০ নভেম্বর) রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থাকে তিনি এসব কথা জানান।
ওই কমান্ডার জানান, শনিবার থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে এবং প্রথম ব্যাচে ৫০০ সেনা প্রত্যাহার করা হচ্ছে।
গত বুধবার আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেন, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইরাকে মার্কিন সেনা সংখ্যা আড়াই থেকে তিন হাজারের মধ্যে নামিয়ে আনা হবে।
আফগানিস্তানে মোতায়েন সেনাও কমিয়ে আনা হবে হলে তিনি ঘোষণা করেন।