ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সিলেট নগরীর রেজিষ্টারী মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্সের পণ্য বরজন করুন। সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, দূতাবাস বন্ধ করুন।
অন্যথায় আরো কঠিন আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
এদিকে সিলেটের আলোচিত রায়হান হত্যাকান্ডের বিচার দাবি করেছে হেফাজত। দ্রুত হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত ও রায়হানের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।