শনিবার ভোরেই গাজ্জায় বোমা হামলা চালিয়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আজ খুব ভোরে গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমাবর্ষণ করেছে দখলদার বাহিনী। এতে অন্তত ১৪ জন শহীদ হয়েছে। বেশ কয়েকজন আহত ও বহু লোক ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ অবস্থায় রয়েছে।
এছাড়াও গাজ্জা উপত্যকার উত্তরে অবস্থিত জাবালিয়া শহরেও বোমা হামলা চালানো হয়েছে যেখানে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা