ইসরাইল-হামাস চলমান যুদ্ধ আজ চতুর্দশ দিনে প্রবেশ করেছে। গত ২৪ ঘন্টায় দখলদার ইসরাইলী বাহিনীর বোমা হামলায় ৩৫২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যার ফলে সর্বমোট শহীদ হয়েছে ৪ হাজার ১৩৭ জনে। নিহত এ সকল শহীদদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।
জাতিসংঘ রিপোর্টে বলা হয়েছে, এখনও পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে তারা।
গাজ্জার ১.৪ মিলিয়ন বা ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৪৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি জাতিসংঘের ১৪৭ টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এসব শরনার্থীরা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ ধারণা করছে, গাজ্জা উপত্যকার প্রায় ৩০ শতাংশ বসত বাড়ি বোমা ফেলে ধ্বংস করে ফেলেছে বর্বর ইসরাইলি বাহিনী।
এদিকে, দখলকৃত পশ্চিম তীরে গত ২৪ ঘন্টায় ৩ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গত ৭ অক্টোবরের পর থেকে অবৈধ বসতি স্থাপনকারী ও ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৮২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে যার মধ্যে ২৫ জন শিশু।
ইসরাইলি সরকারের বিভিন্ন বিধিনিষেধ ও ক্রমবর্ধমান অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় দখলকৃত পশ্চিম তীরের ১৩ টি বেদুইন সম্প্রদায় বাস্তুচ্যুত হয়েছে। এই সম্প্রদায়ের মধ্যে মোট ৭৪ টি পরিবার ছিল যার মোট জনসংখ্যা ৫৪৫ জন, যার অর্ধেক শিশু।
অন্যদিকে, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আক্রমণে ইসরাইলের ১ হাজার ৪০০’র’ বেশি নাগরিক নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা