মাহবুবুল মান্নান
চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মাঠে মাহে রবিউল আউয়াল উপলক্ষে শায়েখ মুফতী হারুন ইজহার এর তত্ত্বাবধানে ইসলামী বইমেলার সমাপ্তি হতে যাচ্ছে আজ।
চট্টগ্রাম জামেয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসার মাঠ প্রাঙ্গণে ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ইসলামী বইমেলা শুক্রবার (২০অক্টোবর) শেষ হওয়ার কথা থাকলেও পাঠকদের অনুরোধ আরে একদিন বৃদ্ধি করা হয়েছে।
সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গত কয়েক দিন মেলা উৎসবমুখর হয়ে ওঠে।গতকাল মেলায় দর্শকদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ওলিউল্লাহ আরজু বলেন, বইমেলা হচ্ছে সংস্কৃতি বিকাশের অনন্য ধারা। যা সাংস্কৃতিক বিপ্লবকে তরান্বিত করে এবং মানুষের চিন্তা, চেতনায় জাগরণ তৈরি করে। আর দাওয়াতের জন্য ইসলামী বইমেলার গুরুত্ব ও মহত্ত্ব অনেক বেশি। কারণ বই পড়ে জীবন গড়া দাওয়াতেই একটি অংশ। এ চিন্তাকে লালন করে চট্টগ্রামের ইসলামী বইমেলা দ্বীন প্রিয় তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
সেই মেলা শেষ হতে যাচ্ছে-এটা ভেবে অনেকেরই মন খারাপ। তবে শেষ দিনে পাঠকে ভরে উঠবে বই কেনার জোয়ারও বইবে। এমনটাই আশা করছেন বইমেলার তত্ত্বাবধায়ক শায়েখ মুফতী হারুন ইজহার। তিনি আগামীতে আরো বড় পরিসরে বইমেলা আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রথমে কয়েকদিন লোকসমাগম কম হলেও বিশেষ করে গত কয়েকদিনের বিক্রি ও লোকসমাগম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশিরভাগ প্রকাশক।
প্রতিদিন সন্ধ্যায় বইমেলায় লেখক,সাহিত্যিক ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন।
গতকাল শুক্রবার(২০অক্টোবর)উপস্থিত ছিলেন ডা.শামসুল আরেফিন, জাকারিয়া মাসুদ, কবি মাহমুদল হাসান নিজামি,মাওলানা ইমরান রাইহান ও মাওলানা আম্মারুল হক প্রমুখ।