কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার এবং সেটির স্থানীয় কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
ইসরাইল ও হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে আলজাজিরা বন্ধ করতে বিল পাস হয়েছে ইসরাইলের পার্লামেন্টে।
যে আইনের আওতায় বিলটি আনা হয়েছে তাতে বিলটি পাস হলে অন্তত আগামী ৩০ দিন ইসরাইলে সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আলজাজিরাকে। তবে কতৃপক্ষ যদি চায় সেক্ষেত্রে নিষেধাজ্ঞার এই মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবে।
শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে ইসরাইলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদেনে বলা হয়েছে, শুক্রবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে খারহি এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করলে সংখ্যাগরিষ্ট এমপি সেটির পক্ষে ভোট দেন। পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিল উত্থাপনের সময় খারহি বলেন, ইসরাইল এখন ভূমি, আকাশ, সমুদ্র এবং কূটনৈতিক সবক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে। আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
তিনি বলেন, যুদ্ধের শুরু থেকে আলজাজিরা ইসরাইলের বিরুদ্ধে উসকানিমূলক নিউজ পরিবেশন করছে। হামাস-আইএসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রোপাগান্ডা প্রচার করছে এবং ইসরাইলের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে।