মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী | মহাপরিচালক : জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর
আমি প্রথমে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে, বাংলাদেশের তৌহিদী জনতার ধারক বাহক, সবসময় হক্বের আওয়াজ বুলন্দে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের ইনসাফ কর্মক্ষেত্রে ৬ বছর অতিক্রম করে ৭ম বর্ষে পা দিয়েছে।
আমি শুরু থেকেই ইনসাফকে চিনি, জানি। ২০১৪ সালের ৫ মে হাটহাজারী মাদরাসায় ইনসাফের উদ্বোধনী অনুষ্ঠান হয়। আলহামদুলিল্লাহ সে সময় আমিও উপস্থিত ছিলাম। ইনসাফ যে প্রতিজ্ঞা নিয়ে যাত্রা করেছিল, তারা তা করে দেখাতে পেরেছে। হেফাজত, ইসলাম ও মুসলিম বিশ্ব কেন্দ্রীক খবরগুলো ইনসাফ খুব গুরুত্বের সাথে প্রকাশ করে। বাতিল মিডিয়া যেখানে সর্বদা ইসলামকে কলুষিত করতে ব্যস্ত, ইনসাফের এমন কার্যক্রম সত্যিই প্রশংসার যোগ্য।
আমি ইনসাফ পত্রিকার জন্য, পত্রিকার সম্পাদক ও সকল কর্মীবৃন্দের জন্য দু’আ করি। এ প্রতিষ্ঠানটি যেনো শতবছর পেরিয়ে হাজার বছর ন্যায় নিষ্ঠার সাথে দ্বীনের খেদমত করে যেতে পারে।