সুপার সাইক্লোন আম্পানের আঘাত সারাদেশে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে বুধবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। পরে রাতে এ ঝড় প্রবেশ করে বাংলাদেশে।
ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন উপকূলের ১০ লাখের বেশি মানুষ।
পিরোজপুর ও যাশোরে তিনজন করে, পটুয়াখালীতে দুজন এবং ঝিনাইদহে, সাতক্ষীরা, ভোলা ও বরগুনায় একজন করে মারা গেছেন।
বেশিরভাগই ঝড়ে গাছ বা ঘর চাপা পড়ে মারা গেছেন বলে জানাগেছে।