সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে আজ (২১ এপ্রিল) শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদুল ফিতরের ঘোষণা দেওয়া হয়।
সৌদি ছাড়াও ঈদুল ফিতর উদযাপিত হবে আফগানিস্তান, আলজেরিয়া, বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, কাতার, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ব্রিটেনসহ আরো বেশ কয়েকটি দেশ।
তবে ওমান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, ফিলিপাইন ও জাপান এবার সৌদির সাথে মিলিয়ে ঈদুল ফিতর উদযাপন করছে না। এসব দেশে এবার ঈদুল ফিতর শনিবার।