সোমবার | ৭ জুলাই | ২০২৫

২০১৩ সালের মামলায় হেফাজত নেতা মাওলানা কোরবান আলীর ৭ দিনের রিমান্ড

spot_imgspot_img

২০১৩ সালের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ রিমান্ডের এ আদেশ দেন।

বিগত ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় এদিন মাওলানা কোরবান আলী কাসেমীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই আবেদনের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গত ২০ এপ্রিল বিকেলে ডিবির গুলশান বিভাগ টিম বাসাবো এলাকায় থেকে মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img