মঙ্গলবার, মে ১৪, ২০২৪

আফগানিস্তানের নিরাপত্তা উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেছে ইরান ও চীন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন আফগানিস্তানে নিয়োজিত ইরানের বিশেষ দূত হাসান কাজেমি কওমি ও চীনের একটি বিশেষ প্রতিনিধি দল।

গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) কাবুলে চীনা প্রতিনিধি দলের প্রধান ইউ জিয়াওয়ং এর সাথে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে বেইজিং ও তেহরান কীভাবে একসাথে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

হাসান কাজেমি কওমি এক টুইটার বার্তায় বলেন, “ইরান ও চীনা প্রেসিডেন্টদের সাম্প্রতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চীনা প্রতিনিধির সাথে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে। এই বৈঠকে ইরান ও চীন আফগানিস্তানে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একই সাথে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img