মঙ্গলবার, মে ১৪, ২০২৪

ইউক্রেন যুদ্ধের বর্ষপূতি; জাতির উদ্দেশে যা বললেন পুতিন

জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি ভাষণ শুরু করেন।

পুতিন বলেন, আমরা পশ্চিমাদের সাথে খোলামেলা সংলাপের জন্য উন্মুক্ত এবং আন্তরিক ছিলাম। বহুবার আমরা বলেছি যে, বিশ্বের অবিভাজ্য নিরাপত্তা দরকার। বিশ্বের সব দেশকে আমরা এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তবে প্রতিক্রিয়া হিসাবে আমরা যা পেয়েছি তা হলো, ভণ্ডামিপূর্ণ এবং দুর্বোধ্য জবাব, সাথে ন্যাটোর সম্প্রসারণবাদ।

তিনি বলেন, তারা থামবে না, প্রতিদিনই হুমকি থাকছে। দোনবাসে তারা রক্তপাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, দোনবাস পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল নিয়ে গঠিত। রাশিয়া এই অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা অভিজাতরা তাদের উচ্চাকাঙ্ক্ষা গোপন করে না। তাদের লক্ষ্য, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা। এর মানে কী? এর অর্থ হলো- রাশিয়াকে প্রথম এবং শেষবারের মতো শেষ করে দেওয়া। তারা স্থানীয় বিরোধকে আরও বিস্তৃত এবং বড় করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পুতিন বলেন, আমেরিকা বিশেষ করে ইউক্রেনের সংঘাতকে একটি রুশ-বিরোধী প্রকল্প হিসাবে দেখছে।

সূত্র : বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img