মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

আজও হয়নি ভাষাসংগ্রামীদের নামের তালিকা

spot_imgspot_img

ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস একমাত্র বাঙালির দখলে। ভাষা প্রতিষ্ঠায় রক্ত জড়িয়েছে বাঙালি। এর স্বীকৃতিও মিলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা) এখন সারা বিশ্বে পালিত হয়। কিন্তু ভাষা আন্দোলনের ৬৯ বছর পরও সরকারিভাবে প্রণয়ন করা হয়নি ভাষাসংগ্রামীদের নামের তালিকা।

সালাম, রফিক, জব্বারের মতো অকুতোভয় প্রাণ বাংলা ভাষার জন্য শহিদ হয়েছিলেন। ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন আরও অনেকে। কয়েকজনের নাম কিছু লেখায় থাকলেও তাদের নামের তালিকা আজও তৈরি করা হয়নি। এ তালিকা এখন আর তৈরি করা সম্ভব নয় বলেও অনেকে মনে করেন। কারণ, ভাষাসংগ্রামীদের বেশিরভাগই মারা গেছেন।

ভাষাসংগ্রামীদের তালিকা তৈরির আবেদন জানিয়ে ২০১০ সালে হাইকোর্টে রিট করেছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তালিকা তৈরির নির্দেশ দিলে সংস্কৃতি মন্ত্রণালয় প্রাথমিকভাবে একটি তালিকা উপস্থাপন করে। সেখানে জিল্লুর রহমান, আবদুল গাফ্ফার চৌধুরী, আবদুল মতিন, হাবিবুর রহমানসহ ৬৮ জন ভাষা সংগ্রামীর নাম থাকলেও পরবর্তীতে বিভিন্ন কারণে পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img