ভারত থেকে রাশিয়াগামী একটি বিমান আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বিধ্বস্ত হয়েছে।
আজ (২১ জানুয়ারি) রোববার আমাজ সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তাস।
আমাজ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় মালিকানাধীন বিমানটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে।
বাদাখশান প্রদেশে আফগান সরকারের এক প্রতিনিধি খামা সংবাদ সংস্থাকে জানান, ঘটনাটি তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।