শনিবার, জুলাই ২৭, ২০২৪

জেরুসালেম ইস্যুতে ট্রাম্পের মতো বাইডেন প্রশাসনও ইহুদিবাদী ইসরাইলের পক্ষে

ইনসাফ | নাহিয়ান হাসান

দখলকৃত জেরুসালেমকে ইহুদিবাদী ইসরাইলের বলে ট্রাম্প প্রশাসনের স্বীকৃতিকে অপরিবর্তিত রাখবে আমেরিকার নব-নির্বাচিত বাইডেন প্রশাসন।

বুধবার (২০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে বাইডেন প্রশাসন মনোনীত নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন একথা বলেন।

ব্লিংকেনের বক্তব্য মতে, জেরুসালেম খ্যাত ফিলিস্তিনের পবিত্র আল কুদস ইস্যুতে ট্রাম্প প্রশাসন ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে যে সিদ্ধান্ত নিয়েছে তা বহাল রাখবে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

তাছাড়া, নতুন করে পরমাণু অস্ত্র তৈরিতে ইরানকে বাঁধা দেওয়া আমেরিকার কর্তব্য বলেও মন্তব্য করেন তিনি।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ব্লিংকেন বলেছিলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী সাব্যস্ত করার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো তা পুনর্বিবেচনা করে দেখবে বাইডেন প্রশাসন।

এসময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যদি হুথি বিদ্রোহীদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করা হয়, তবে তা গুরুতর মানবিক সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে।

তাছাড়া, প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র রাশিয়ার সাথে থাকা আমেরিকার অস্ত্র চুক্তির মেয়াদ, তার প্রশাসন আরো এক বছর পর্যন্ত বাড়াতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img