বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও জামিয়া নুরিয়া ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে কয়েকদিন যাবত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তবে বর্তমানে তিনি শারিরীকভাবে একটু সুস্থ আছেন তিনি।
সোমবার (২০ ডিসেম্বর) খেলাফত আন্দোলনে নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এই তথ্য জানিয়েছেন।
এসময় দেশবাশীর নিকট দু’আ কামনা করে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যহত রয়েছে।