তিউনিসিয়ার আল-কাসরিন প্রদেশে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে।
সূত্রের মতে, আল-নূর এলাকায় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করলে টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।
সূত্রের খবর, এসময় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তারও করে। পড়ে তাদের একজনকে পরে ছেড়ে দেওয়া হয়।
শনিবার থেকে আল নূর এলাকায় সংঘর্ষ চলছে।
উল্লেখ্য, তিউনিসিয়ার গনতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে প্রেসিডেন্ট কায়েস সাইদ।
বিপ্লবের একাদশ বার্ষিকী উপলক্ষে কায়েস সাইদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তিউনিসিয়ার সাধারণ মানুষ।
এদিকে সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট কায়েস সাইদ জানিয়েছেন আগামী বছরের ১৭ ডিসেম্বর নির্বাচনের আগ পর্যন্ত তিউনিসিয়ার সংসদ স্থগিত থাকবে। এর আগে ক্ষমতা কুক্ষিগত করেই সংসদ স্থগিত করে দেন কায়েস সাইদ।
সূত্র : আল আরাবিয়া